রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধে ভারতে প্রভাব
Russia ve Ukraine রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধে ভারতে প্রভাব বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধ চলছে ইউক্রেনের । যা থেকে অনেকেই দতৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে কারণ আমেরিকার ও অন্যান্য শক্তিশালী দেশগুলি সরাসরি যুদ্ধের বিরুদ্ধে হুশিয়ারি দিয়েছে এবং অর্থনৈতিক চাপ তৈরী করবার পরিকল্পনা ও করা হচ্ছে । আবার রাশিয়া ও এই যুদ্ধ থেকে পিছু হাটতে রাজী নয় । সুতরাং এই টালমাটাল পরিস্থিতিতে অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে । এক আমেরিকান সংস্থা বেশ কয়েকদিন আগেই এই পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেছিল । তারা বলেছিল February মাসের ১৩ বা ১৪ তারিখ নাগাদ যুদ্ধ লাগতে পারে । কিন্তু সেই যুদ্ধ শুরু হয় ২১ বা ২২ তারিখ । অনেকে বলে রাশিয়া এবং চীনের মধ্যে সমঝোতার কারণেই এই পরিবর্তন কেননা ২০ তারিখ পর্যন্ত চলছিল বেজিং অলিম্পিক । ইতি মধ্যে রাশিয়া হুশিয়ারি দিয়েছে কোনো দেশ যেনো এই বিষয়ে যোগদান না করে। যদি চিন এবং রাশিয়ার মধ্যে এই সমঝোতার খবর সঠিক হয় তাহলে ভারতের কপালে চিন্তার ভাঁজ দেখা যেতে পারে । কেননা গত এক বছরে বারম্বার ভারত চীন সীমান্ত হয়ে উঠেছে স্পর্শকাতর । ...