রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধে ভারতে প্রভাব
Russia ve Ukraine
রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধে ভারতে প্রভাব
বর্তমানে
বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধ চলছে ইউক্রেনের । যা থেকে অনেকেই দতৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে কারণ আমেরিকার ও অন্যান্য শক্তিশালী দেশগুলি সরাসরি যুদ্ধের বিরুদ্ধে হুশিয়ারি দিয়েছে এবং অর্থনৈতিক চাপ তৈরী করবার পরিকল্পনা ও করা হচ্ছে । আবার রাশিয়া ও এই যুদ্ধ থেকে পিছু হাটতে রাজী নয় । সুতরাং এই টালমাটাল পরিস্থিতিতে অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে ।
বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধ চলছে ইউক্রেনের । যা থেকে অনেকেই দতৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে কারণ আমেরিকার ও অন্যান্য শক্তিশালী দেশগুলি সরাসরি যুদ্ধের বিরুদ্ধে হুশিয়ারি দিয়েছে এবং অর্থনৈতিক চাপ তৈরী করবার পরিকল্পনা ও করা হচ্ছে । আবার রাশিয়া ও এই যুদ্ধ থেকে পিছু হাটতে রাজী নয় । সুতরাং এই টালমাটাল পরিস্থিতিতে অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে ।
এক আমেরিকান সংস্থা বেশ কয়েকদিন আগেই এই পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেছিল । তারা বলেছিল February মাসের ১৩ বা ১৪ তারিখ নাগাদ যুদ্ধ লাগতে পারে । কিন্তু সেই যুদ্ধ শুরু হয় ২১ বা ২২ তারিখ । অনেকে বলে রাশিয়া এবং চীনের মধ্যে সমঝোতার কারণেই এই পরিবর্তন কেননা ২০ তারিখ পর্যন্ত চলছিল বেজিং অলিম্পিক ।
যদি চিন এবং রাশিয়ার মধ্যে এই সমঝোতার খবর সঠিক হয় তাহলে ভারতের কপালে চিন্তার ভাঁজ দেখা যেতে পারে । কেননা গত এক বছরে বারম্বার ভারত চীন সীমান্ত হয়ে উঠেছে স্পর্শকাতর ।
যদিও ভারতের সাথে রাশিয়ার যথেষ্ঠ সুসম্পর্ক । ভারত গত কয়েক বছরে রাশিয়ার কাছথেকে বিভিন্ন যুদ্ধজাহাজ ও বিমান কিনেছে । এবং তা ছাড়া অতীত থেকে এই দুই দেশের সম্পর্ক যথেষ্ঠ মধুময় ।
আবার ইতিমধ্যে পাকিস্তান ও রাশিয়াকে সমর্থন জানিয়েছে মূলত আমেরিকার বিরোধিতা করার জন্যে ।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাব পড়বে ভারতীয়দের উপর । অনেক ভারতীয় আটকে রয়েছে ইউক্রেনে তাদের দেশে ফেরাবার চেষ্ঠা করে চলেছে ভারতীয় বিদেশ মন্ত্রক । এই যুদ্ধে অর্থনীতি র ক্যাপিটাল পরিবর্তন হবার ও আশঙ্কা রয়েছে । বিখ্যাত Nostradamus
(French astrologer ) তার কথা অনুসারে পড়ে যেতে পারে আমেরিকান ডলার । অতীতে তার ভবিষ্যৎ বাণী নানাবার সত্যি হয়েছে ।
যদি বিশ্বযুদ্ধের আশঙ্কা সত্যি হয় তাহলে গত দুই বছরের চেয়ে এই বছর আরো ক্ষতিকারক হতে পারে মানবজাতির উপর । বৃদ্ধি পাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী র দাম । মারা যেতে পারে অগুন্তি মানুষ । হতে পারে নিউকিলার বিষ্ফোরণ । এখন ও পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী মারা গেছে প্রায় ৬০০ মানুষ ।
আশঙ্কা সত্যি হলে আবারও পৃথিবীর বুকে এক কালো মেঘএর আস্তরণ দেখা যাবে । ভারত জ্বালানি র অধিকাংশ বাইরের দেশ থেকে আমদানি করায়। যদি অর্থনৈতিক স্ট্রাইক আরোশক্তিশালীহয় তাহলে আরো বাড়তে পারে জ্বালানির দাম ।
Comments
Post a Comment