রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধে ভারতে প্রভাব

Russia ve Ukraine

রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধে ভারতে প্রভাব 

বর্তমানে

বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধ চলছে ইউক্রেনের । যা থেকে অনেকেই দতৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে কারণ আমেরিকার ও অন্যান্য শক্তিশালী দেশগুলি সরাসরি যুদ্ধের বিরুদ্ধে হুশিয়ারি দিয়েছে এবং অর্থনৈতিক চাপ তৈরী করবার পরিকল্পনা ও করা হচ্ছে । আবার রাশিয়া ও এই যুদ্ধ থেকে পিছু হাটতে রাজী নয় । সুতরাং এই টালমাটাল পরিস্থিতিতে অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে ।

এক আমেরিকান সংস্থা বেশ কয়েকদিন আগেই এই পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেছিল । তারা বলেছিল February মাসের ১৩ বা ১৪ তারিখ নাগাদ যুদ্ধ লাগতে পারে । কিন্তু সেই যুদ্ধ শুরু হয় ২১ বা ২২ তারিখ । অনেকে বলে রাশিয়া এবং চীনের মধ্যে সমঝোতার কারণেই এই পরিবর্তন কেননা ২০ তারিখ পর্যন্ত চলছিল বেজিং অলিম্পিক । 
ইতি মধ্যে রাশিয়া হুশিয়ারি দিয়েছে কোনো দেশ যেনো এই বিষয়ে যোগদান না করে।


যদি চিন এবং রাশিয়ার মধ্যে এই সমঝোতার খবর সঠিক হয় তাহলে ভারতের কপালে চিন্তার ভাঁজ দেখা যেতে পারে । কেননা গত এক বছরে বারম্বার ভারত চীন সীমান্ত হয়ে উঠেছে স্পর্শকাতর । 

যদিও ভারতের সাথে রাশিয়ার যথেষ্ঠ সুসম্পর্ক । ভারত গত কয়েক বছরে রাশিয়ার কাছথেকে বিভিন্ন যুদ্ধজাহাজ ও বিমান কিনেছে । এবং তা ছাড়া অতীত থেকে এই দুই দেশের সম্পর্ক যথেষ্ঠ মধুময় ।

আবার ইতিমধ্যে পাকিস্তান ও রাশিয়াকে সমর্থন জানিয়েছে মূলত আমেরিকার বিরোধিতা করার জন্যে । 

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাব পড়বে ভারতীয়দের উপর । অনেক ভারতীয় আটকে রয়েছে ইউক্রেনে তাদের দেশে ফেরাবার চেষ্ঠা করে চলেছে ভারতীয় বিদেশ মন্ত্রক । এই যুদ্ধে অর্থনীতি র ক্যাপিটাল পরিবর্তন হবার ও আশঙ্কা রয়েছে । বিখ্যাত Nostradamus
(French astrologer ) তার কথা অনুসারে পড়ে যেতে পারে আমেরিকান ডলার । অতীতে তার ভবিষ্যৎ বাণী নানাবার সত্যি হয়েছে । 

যদি বিশ্বযুদ্ধের আশঙ্কা সত্যি হয় তাহলে গত দুই বছরের চেয়ে এই বছর আরো ক্ষতিকারক হতে পারে মানবজাতির উপর । বৃদ্ধি পাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী র দাম । মারা যেতে পারে অগুন্তি মানুষ । হতে পারে নিউকিলার বিষ্ফোরণ । এখন ও পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী মারা গেছে প্রায় ৬০০ মানুষ । 

আশঙ্কা সত্যি হলে আবারও পৃথিবীর বুকে এক কালো মেঘএর আস্তরণ দেখা যাবে । ভারত জ্বালানি র অধিকাংশ বাইরের দেশ থেকে আমদানি করায়। যদি অর্থনৈতিক স্ট্রাইক আরোশক্তিশালীহয় তাহলে আরো বাড়তে পারে জ্বালানির দাম ।

Comments

Popular posts from this blog

শ্রীলঙ্কা কেন হলো সর্বহারা ?

Former BSF jawan shot dead his daughter in the court premises .