শ্রীলঙ্কা কেন হলো সর্বহারা ?
👹👺💀 শ্রীলঙ্কা কেন হলো সর্বহারা ? ধ্বংসের অত্যন্ত কাছাকাছি পৌঁছে গেছে শ্রীলঙ্কা।। এখন প্রশ্ন উঠবে,, এই ধ্বংসের কারণ কি ?? কেনো এমন হলো ?? এককথায় বলতে গেলে,, "শের" পালনের খেসারত দিয়েছে,, সেই দেশের সাধারণ জনগণ।। একটা মাত্র "শের",, ফাঁকা জঙ্গলে দীর্ঘদিন ধরে অবাধে বিচরণ করার সুযোগ পেয়েছে।। "শের" যা ইচ্ছে তাই করে গেছে,, নিজের মনমর্জি মতো দেশ পরিচালনা করে গেছে।। কোনো বিরোধিতা ছিলো না,, বিরোধী শূন্য ময়দানে শের স্বৈরতন্ত্র এবং একনায়কতন্ত্র কায়েম করে গেছে।। ফলাফল যেটা হবার,, সেটাই হতে চলেছে।। শ্রীলঙ্কা সুখ এবং সমৃদ্ধির মেলবন্ধনে পরিপূর্ণ একটি দেশ ছিলো।। সমুদ্রের বুক চিরে উঠে আসা পাহাড়ি দেশ শ্রীলঙ্কা।। এখানে শষ্য-দানার চাষবাস উল্লেখযোগ্য ছিলো না।। কিন্তু,, চা,, মশলা,, রাবার,, এবং সমস্ত ধরনের হার্টিকালচার ফসলের উপর ভিত্তি করে দেশটার ইকোনমিক সিষ্টেম মজবুত হয়ে উঠেছিল।। শিক্ষা ব্যবস্থা,, স্বাস্থ্য পরিষেবা,, মাথাপিছু আয়,, এবং,, GDP এর নিরিখে বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দিতো শ্রীলঙ্কা।। মোটামুটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশ ছিলো শ্রীলঙ্কা।। দেশটা ব...